বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকার যুগিডাঙ্গা নামক স্থানে হাসান আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হন দুজন। তাদের চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাসান আলী রুপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বলে জানা গেছে। নিহতের পিঠে গুলির চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, খুলনা-মোংলা মহাসড়কের ওই স্থানে ওই মোটরসাইকেরলটি পৌঁছালে ৪ রাউন্ড গুলির শব্দ হয়। পরে স্থানীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদের ধারণা, স্থানীয় চুলকাঠি বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় শেষে রাতে আহত ওই দুই ব্যবসায়ী ভাড়ায় চালিত মোটরসাইকেলে খুলনায় ফিরছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন সাংবাদিকদের জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল পাঠায়। ঘটনাস্থল থেকে একটি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ঘটনার কারণ ও আহতদের পরিচয় তিনি জানাতে পারেননি।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২২, ২০১৮)