ইউনেস্কোতে ভোটাধিকার হারিয়েছে যুক্তরাষ্ট্র
দিরিপোর্ট২৪ ডেস্ক : বকেয়া চাঁদা পরিশোধ না করায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটাধিকার বাতিল করে দিয়েছে। খবর রেডিও তেহরানের।
যুক্তরাষ্ট্র ইউনেস্কোকে প্রতিবছর আট কোটি ডলার সমপরিমাণ অর্থ চাঁদা হিসেবে দিলেও গত তিনবছর ধরে চাঁদা দেওয়া বন্ধ রাখে। ২০১১ সালে ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ দেওয়ার পর থেকে জাতিসংঘের এ সংস্থাকে তহবিল যোগানো বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
প্যারিসভিত্তিক সংস্থা ইউনেস্কোর নিয়ম অনুয়ায়ী, শুক্রবারের মধ্যেই সমস্ত বকেয়া পরিশোধ অথবা যথাযথ কারণ দর্শানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় দেশটির ভোট দানের অধিকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৮, ২০১৩)