ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুই বিদ্যুৎকর্মী নিহত
সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বাসের ধাক্কায় পল্লী বিদ্যুতের দুই কর্মী নিহত হয়েছেন।এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার দুপুরে ওসমানীনগর উপজেলার গদিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সাঘাটা চন্দনপাট এলাকার সাদেক আলীর ছেলে আব্দুল হাই (৩৫) ও একই উপজেলার কতোয়া গ্রামের আসাদুলের ছেলে রাশেদ আহমদ (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের খাম্বা ঠেলা গাড়িতে উঠিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন শ্রমিকরা। পথে গদিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঠেলা গাড়িটি আসামাত্র একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হন আরও দুই শ্রমিক।
মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে জোনের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা লাশ দুটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া আহতদের স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
এসআই কামরুল বলেন, দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে বেশকিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে ফের যান চলাচল শুরু হয়।
(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২২, ২০১৮)