গোপালগঞ্জ প্রতিনিধি: জেলার মুকসুদপুরে বাসচাপায় পাপ্পী দাস (৭) নামে এক শিশু নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুরে রবিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাপ্পী দাস ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা মহিলা রোড়ের বাসিন্দা শ্রীবাস দাসের ছেলে।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক নব কুমার ঘোষ বলেন, ৩ দিন আগে পাপ্পী তার নানার বাড়ি মুকসুদপুর উপজেলার প্রভাকরদি গ্রামে বেড়াতে আসে। রবিবার সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। পাপ্পী প্রথম শ্রেণির ছাত্র ছিল।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৩, ২০১৮)