মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের পারনান্দুয়ালী এলাকার যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাগুরা শহরের কাউন্সিলপাড়ার বাসিন্দা লাবলু (৪০) ও তার শ্যালক নিয়ামুল (৩০)। নিয়ামুলের বাড়ি গোপালগঞ্জ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, লাবলু ও তার শ্যালক নিয়ামুল সকালে মোটরসাইকেলে করে উপজেলার বেলনগর বাজারে দুধ কিনতে যাচ্ছিলেন। পারনান্দুয়ালী এলাকার যুব উন্নয়ন কার্যালয়ের সামনে যশোরগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৪, ২০১৮)