চট্টগ্রাম প্রতিনিধি: প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে আইসিটি আইনে করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার শুনানি শেষে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন পিপি একেএম সিরাজুল ইসলাম।

আসামি পক্ষের আইনজীবী দুলাল লাল ভৌমিক বলেন, গত ৬ আগস্ট বিচারপতি ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ তাকে আট সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছিলেন। ওই আদেশে উচ্চ আদালত তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন। সোমবার আমরা জামিন আবেদন করেছি। কিন্তু শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গত ২৩ জুলাই মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারী থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম আয়াজ।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৪, ২০১৮)