বিএনপিকে উদ্ধারে মাঠে ওয়ান ইলেভেনের কুশীলবরা: স্বাস্থ্যমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ওয়ান ইলেভেনের কুশীলবরা বিএনপিকে উদ্ধার করার জন্য মাঠে নেমেছেন।’ সোমবার ধানমন্ডিতে ১৪ দলের সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন মো. নাসিম। এর আগে সেখানে ১৪ দলের সভা অনুষ্ঠিত হয়।
সভাশেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
নাসিম বলেন, ‘দুঃখজনক হচ্ছে বিএনপিকে আজ ওই সমস্ত জনবিচ্ছিন্ন নেতাকে ভাড়া করতে হচ্ছে। এমনকি তারা নিজেরাই এখন খালেদা জিয়াকে মাইনাস করতে মাঠে নেমেছে।’ তিনি অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে মাইনাস করতে দলছুট কিছু নেতাকে ভাড়া করেছে বিএনপি।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, বঙ্গবন্ধুর খুনি এবং বর্ণচোরা কিছু রাজনীতিবিদ জাতীয় ঐক্যের নামে সরকারবিরোধী চক্রান্ত করছে।’ আগামী জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার নামে এই অশুভ শক্তি নির্বাচন বানচাল করতে চায় বলেও অভিযোগ করেন ১৪ দল মুখপাত্র। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন হবে মন্তব্য করে নাসিম বলেন, ‘কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।’
(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৪, ২০১৮)