হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে স্কুল ছাত্রকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ নেওয়ার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। সেইসঙ্গে অপহৃত ছাত্রকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম অপহৃত ছাত্রকে উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলো- হবিগঞ্জের কিতাব আলী (১৮) ও রিপন মিয়া (১৯)।

পুলিশ জানায়, সোমবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার রামপুর গ্রামের অভিনয় সূত্রধরের ছেলে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র অভিজিত সূত্রধরকে (১২) একদল দুর্বৃত্ত অপহরণ করে। এরপর অপহরণকারীরা অভিজিতের বাবার কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি অভিজিতের বাবা পুলিশকে জানালে, পুলিশ স্কুলছাত্রকে উদ্ধারে অভিযান চালায়। সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়িতে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রকে উদ্ধার করে। সেইসঙ্গে অপহরণকারী দুই যুবককে আটক করে।

হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ সাংবাদিকদের জানান, পুলিশ অপহরণকারী চক্রের অনান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৫, ২০১৮)