দ্য রিপোর্ট প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা দেশ ছাড়ার পর যে বই লিখেছেন তাতে দেশের বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ নামে একটি বই প্রকাশ করেন সিনহা। ওই বইয়ে তিনি দাবি করেছেন, তিনি দেশ ছেড়েছেন ‘হুমকির মুখে’।

অ্যাটর্নি জেনারেল বলেন, সবচেয়ে বড় কথা হল, বিচারপতি সিনহা যা করছেন এটা বিচার বিভাগের ভাবমূর্তি উনি নিজেই নষ্ট করছেন।

তিনি বলেন, উনি প্রধান বিচারপতি থাকার সময় উনার সহকর্মীদের সম্পর্কে কটূ মন্তব্য বা বাজে কথা বলে নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন।

মাহবুবে আলম বলেন, আপিল বিভাগের অন্য বিচারপতিরা সে সময় প্রধান বিচারপতি সিনহার সঙ্গে কেন বসতে চাননি- তা প্রকাশ পেলে আরও দুর্গন্ধ ছড়াবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৫, ২০১৮)