দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রাইম ব্যাংকের এক উদ্যোক্তা সাড়ে ৫৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা খন্দকার মোহাম্মদ খালেদ তার হাতে থাকা এ প্রতিষ্ঠানের ২ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৪১৫টি শেয়ারের মধ্যে ৫৫ লাখ ৬৯টি শেয়ার বিক্রি করবে।

উক্ত উদ্যোক্তাকে ঘোষিত শেয়ার আগামী ৩১ অক্টোবরের মধ্যে বিক্রি সম্পন্ন করতে হবে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৬, ২০১৮)