দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এডিবির কার্যালয়ে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৮’-এর প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

ভোগ্যপণ্যের অধিক ব্যবহার এবং সরকারি বিনিয়োগ বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হবে। তবে গত অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর রফতানির অবস্থা স্থিতিশীল থাকবে, তবে আমদানির গতি ধীর হবে। এ ছাড়া শিল্প খাতে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বাড়বে এবং স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, এডিবির সিনিয়র ইকোনমিস্ট সুন চ্যাং হং, এডিবির টিম লিডার অ্যান্ড এক্সটারনাল রিলেশনস গোবিন্দ বার, প্রিন্সিপাল কান্ট্রি স্পেশ্যালিস্ট জয়তসানা ভার্মা প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৬, ২০১৮)