শেয়ার বিক্রি করবে পদ্মা লাইফ
দ্য রিপোর্ট ডেস্ক : পুঁবিজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৭ উদ্যোক্তা ও পরিচালক এবং একজন শেয়ারহোল্ডারের শেয়ার বিক্রির তথ্য প্রকাশ করেছে ।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর মাধ্যমে পদ্মা লাইফ জানিয়েছে, কোম্পানির ১১ উদ্যোক্তা পরিচালক, ৫ জন উদ্যোক্তা শেয়ারহোল্ডার, একজন পরিচালক এবং একজন শেয়ারহোল্ডার ১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৯০০ শেয়ার হস্তান্তর/বিক্রির বিষয়ে কোম্পানির পর্ষদে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৬, ২০১৮)