দ্য রিপোর্ট প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গো ভ্যানের ধাক্কায় নভোএয়ারের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত না করা পর্যন্ত উড়োজাহাজটি উড্ডয়ন করা যাবে না।

ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটির জানালার কাঁচ ভাঙা ছাড়াও মূল বডিতে বড় ফাটল ধরেছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

বিমানের গ্রাউন্ড সার্ভিস স্টাফ আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের বে-১২-এ ঘটনা ঘটে।

জানতে চাইলে নভোএয়ারের কর্মকর্তা নিলাদ্রী জানান, জাহাজের জানালা ও ‘বডি’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান থেকে কোনো ক্ষতিপূরণ চাওয়া হবে কি না এ প্রশ্নের জবাবে তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এর আগে বুধবার (২৬ সেপ্টেম্বর) সামনের নোজ হুইল কাজ না করায় পেছনের চাকার ওপর ভর করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলার একটি ফ্লাইটকে। পাইলটের দক্ষতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই বিমানের ১৭১ আরোহী।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৭, ২০১৮)