সিলভা ফার্মার আইপিও’র শেয়ার বিওতে
দ্য রিপোর্ট ডেস্ক : প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বরাদ্দ পাওয়া সিলভা ফার্মাসিউটিক্যালরেস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাবে (বিও) পাঠানো হয়েছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বরাদ্দ পাওয়ার শেয়ার ২৭ সেপ্টেম্বর শেয়ারহোল্ডারদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত ৩০ আগস্ট লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে কোম্পানিটির শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে।
শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের জন্য সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ২৯ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এতে কোম্পানির চাহিদার ২৪.৭৮ গুণ বেশি আবেদন জমা
গত ১১ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।
সিলভা ফার্মাসিউটিক্যালসকে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোম্পানিটি শুধুমাত্র অভিহিত মূল্য ১০ টাকা করে ৩ কোটি সাধারন শেয়ার ইস্যুর মাধ্যমে এই টাকা সংগ্রহ করে। উত্তোলনযোগ্য টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানার ভবন নির্মান, ঋণ পরিশোধ এবং আইপিওতে ব্যবহার করবে।
কোম্পানিটির ২০১৬-১৭ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা। আর ২০১৭ সালের ৩০জুন পুণ:মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১৬.৪৮ টাকায়।
উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৭, ২০১৮)