গুলশানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৬২তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ মো. হারুন-অর-রশীদ খাঁন, আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেছবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্জ এ এন এম ইয়াহিয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ সফিউল্লাহ সফি, হাসিম ডেভোলপমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্জ মো. আবুল হাসিম ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনের জোনাল হেড মো. মঞ্জুরুল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রেজাউল হক উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহআল্লাহ।
(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৭, ২০১৮)