দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে অশুভ শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে।

তিনি বলেন, সরকারের কাছে তথ্য আছে, বিএনপি এবং তার দোসররা আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতার ছক আঁটছে। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।

একই সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের জানান, বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচি দেবে না আওয়ামী লীগ; তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সাম্প্রতিক রাজনীতি এবং দলের করণীয় নিয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই দলের সাধারণ সম্পাদক বলেন, একটি অশুভ মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের রাজনীতি, রাজনৈতিক অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শুনতে পাচ্ছি। বিএনপিসহ তাদের সাম্প্রদায়িক দোসররা আন্দোলনের নামে নাশকতার ছক আঁকছে। সহিংসতার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এটাই আমাদের কাছে মেসেজ আছে।’

এ সময় জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমালোচনা করে কাদের বলেন, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশের ৬৬ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীকে এবং ৬৪ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। অথচ এই বিশাল অংশকে বাদ যে ঐক্য প্রক্রিয়া, তার কোনো ভবিষ্যৎ নেই।

২৯ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ প্রসঙ্গ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পাল্টা কর্মসূচি দেবে না আওয়ামী লীগ। পাশাপাশি কোনো সংঘাতে না জড়াতে এবং কারো উসকানির ফাঁদে পা না দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

সভায় জানানো হয়, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে ১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৭, ২০১৮)