রাজশাহীতে মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ নিহত
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় তার কাছ থেকে মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে কর্নহান থানার আফি নেপাল পাড়ার একটি আমবাগানে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মাদক ব্যবসায়ীর নাম হাসিবুল হোসেন ঘোষ। তিনি দামকুড়া থানার সোনাইকান্দি এলাকার মৃত আফতার হোসেন পচুর ছেলে।
শুক্রবার সকালে এক ক্ষুদে বার্তায় র্যাব জানায়, আফি নেপাল পাড়ায় একটি আম বাগানে র্যাবের একটি দল টহল দিচ্ছিল। এসময় বাগানটিতে কিছু লোকের আনাগোনা দেখতে পেয়ে তাদের থামতে বলে র্যাব। এসময় তারা পালানোর চেষ্টা করে।
র্যাব তাদের পিছু নিলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও হাসিবুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
হাসিবুলের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তিনি রাজশাহী অঞ্চলের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী বলেও জানায় র্যাব।
(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৮, ২০১৮)