বিএনপির জনসভা শনিবার না হলে, রবিবার
দ্য রিপোর্ট প্রতিবেদক: শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি জনসভার জন্য অনুমতি না পেলে রবিবার সেটি করতে চায়।
শুক্রবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এমনটিই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বিএনপি।
বিএনপির এই নেতা বলেন, ‘(ডিএমপি) বলেছে ২৭ তারিখেরটা ২৯ তারিখে দিতে, আমরা সেটাও করেছি। তো, আমরা এবার চাই যে উনারা (ডিএমপি), উনাদের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ২৯ তারিখে আমরা বলেছি। সেটা না হলে ৩০ তারিখ উনারা যদি দেন সেটা করতেও আমাদের কোনো অসুবিধা নাই। আমরা সেটা সাফল্যমণ্ডিত করব।’
এদিকে, বিএনপি নেতা আ স ম হান্নান শাহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত স্মরণসভায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘ইনশাল্লাহ, ৩০ তারিখে জনসভা হবে।’
(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৮, ২০১৮)