সাটুরিয়ায় ট্রাকচাপায় শ্রমিক নিহত
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক মেরামত করতে গিয়ে ওই ট্রাকের নিচে চাপা পড়ে হাসান (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে নিহত হাসানের মরদেহ উদ্ধার করে গোলড়া হাইওয়ে পুলিশ।
নিহত হাসানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায়। গোলড়া বাসস্ট্যান্ডে ফরহাদ মিস্ত্রির গ্যারেজে কাজ করতেন হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে পণ্যবোঝাই একটি ট্রাক জগের মাধ্যমে উঁচু করে ট্রাকের নিচে মেরামতের কাজ শুরু করেন হাসান। এর কিছুক্ষণ পর হুট করে জগের বাতাস বের হয়ে যায়। এসময় পণ্যবোঝাই ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
গোলড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক ( এসআই) আলমগীর হোসেন ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)