মাদারীপুর প্রতি‌নি‌ধি : মাদারীপু‌রের পৌর শহ‌রে এক‌টি নির্মাণাধীন ভব‌নের সেপ‌টিক ট্যাংক পরিষ্কার কর‌তে গি‌য়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শ‌নিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দি‌কে পৌর শহরের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন- জেলা শহরের মস্তফাপুর ইউ‌নিয়‌নের চাপাতলী গ্রা‌মের আনিস মাতুব্বরে ছে‌লে সিরাজুল মাতুব্বর (২৯) ও ঘটমা‌ঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রা‌মের শাহ আলম মাতুব্বরের ছে‌লে স‌ুমন মাতুব্বর (২২)।

মাদারীপুর থানার ওসি কামরুল হাসান সাংবাদিকদের জানান, শহ‌রের পাকদী এলাকার হা‌বিবুর রহমান মোল্লার নির্মাণাধীন ভব‌নের সেপ‌টিক ট্যাংক প‌রিষ্কার কর‌তে নামেন শ্রমিক সিরাজুল। তি‌নি ফি‌রে না আসায় শ্রমিক সুমন সেখানে প্রবেশ করেন। এসময় তি‌নিও অসুস্থ হ‌য়ে প‌ড়লে ফায়ার সা‌র্ভি‌সে খবর দেয়া হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার ক‌রে স্থানীয় হাসপাতা‌লে নিলে দায়িত্বরত চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)