দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল আয়োজিত কর্মী সমাবেশ শুরু হয়েছে।

রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শনিবার বেলা পৌনে চারটার দিকে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ কর্মী সমাবেশ শুরু হয়।

বেলা ২টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জোটের নেতাকর্মীরা স্লোগান নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। 'নৌকা- শেখ হাসিনা' স্লোগান নিয়ে জোট নেতৃত্বাধীন দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এ সময় স্লোগানে নাট্যমঞ্চের অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে।

ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২৯, ২০১১৮)