দ্য রিপোর্ট ডেস্ক : আফ্রিকান দেশ চাদে বোকো হারাম বাহিনীর হামলায় দুই সেনা সদস্যসহ মোট ১৭ জন নিহত হয়েছেন। দেশটির লেকের কাছে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই সেনা সদস্য, বনবিভাগের তিন কর্মকর্তা ও একজন কাস্টম কর্মকর্তা রয়েছেন। বাকিরা সাধারণ মানুষ।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজম আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২২ জুলাই চাদের ১৮ জন গ্রামবাসীকে হত্যা করে বোকো হারাম বাহিনী। বোকো হারাম বাহিনী ২০০৮ সাল থেকে নাইজেরিয়ায় তাণ্ডব চালিয়ে আসছে। এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে তারা। সংহিসতা ছড়িয়ে লাখের বেশি মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ৩০, ২০১৮)