খুশকি সমস্যার সহজ সমাধান
দ্য রিপোর্ট ডেস্ক : খুশকি সাধারণ একটি সমস্যা। প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় খুশকি দেখা যায়। মাথার ত্বক বা স্ক্যাল্পে সব সময় কিছু নতুন কোষ সৃষ্টি হয় ও পুরনো কোষ ঝরে যায়। এটি চক্রাকারে চলে। যখন পুরনো মরা কোষ জমে যায় এবং ফাঙ্গাস সংক্রমিত হয় তখন খুশকি হয়। এ সময় মাথা থেকে সাদা আঁশের মতো গুঁড়া পড়তে থাকে এবং চুলকানি হয়।
তেলের ব্যবহার : তেলের প্রচুর ব্যবহার খুশকি হওয়ার অন্যতম কারণ। এক্ষেত্রে মাথার ত্বক চিটচিটে হয়ে যায়। এরপর তেল ব্যবহার করলে খুশকি হয়েছে কিনা বোঝা যায় না।
যথাযথ শ্যাম্পু ব্যবহার না করা : চিকিৎসকের পরামর্শে ব্যক্তি ও রোগভেদে নির্দিষ্ট শ্যাম্পু ব্যবহার করতে হয়।
কিশোর ও তরুণ বয়স : এ সময় ব্রণের সঙ্গে খুশকি হওয়া অস্বাভাবিক নয়।
মাথার ত্বকে শুষ্কতা : স্ক্যাল্প অত্যধিক শুষ্ক হলেও খুশকি হতে পারে।
দুশ্চিন্তা : মানসিক চাপ, দুশ্চিন্তা থেকেও খুশকি হয়।
অন্যান্য রোগ : ত্বকের কিছু সমস্যা যেমন সেরোরিক ডার্মাটাইসিস, সোরিয়াসিস, একজিমা, ফাঙ্গাল ইনফেকশন ও অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশনও খুশকির মতো মনে হয়।
সমাধান : জিংক পাইরিমিওন, কিটোকোলাজল জাতীয় শ্যাম্পু ব্যবহার করা যায়। এছাড়া বর্তমানে কার্যকরী অনেক শ্যাম্পু পাওয়া যাচ্ছে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ৩০, ২০১৮)