বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের মাসের চেয়ে সেপ্টেম্বরে বিদেশিদের শেয়ার ক্রয়-বিক্রয় বেড়েছে। এতে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সেপ্টেম্বর মাসে বিদেশীরা মোট ৪৫৯ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। যা গত আগস্ট মাসে ছিল ৩৫৭ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা। এক মাসের ব্যবধানে বিদেশীদের লেনদেনের পরিমাণ বেড়েছে ১০২ কোটি টাকা।
গত মাসে বিদেশীরা ২৪৭ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার কিনেছে। আগস্ট মাসে বিদেশীরা ১৭৬ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার কিনেছিল।এক মাসের ব্যবধানে বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার কেনা বেড়েছে ৭১ কোটি ৪৮ লাখ টাকা।
বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার কেনার পাশাপাশি বেড়েছে বিক্রির পরিমানও। গত মাসে তাদের শেয়ার বিক্রির পরিমাণ ছিল ২১২ কোটি ৩৪ লাখ টাকা। আগস্ট মাসে বিদেশিরা বিক্রয় করেছে ১৮১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। এক মাসেরর ব্যবধানে বিদেশীরা ৩০ কোটি ৫৭ লাখ টাকা শেয়ার বেশি বিক্রি করেছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০১, ২০১৮)