বরিশাল সিটি মেয়র কামালের পদত্যাগ
বরিশাল প্রতিনিধি: মেয়াদ শেষ হওয়ার নির্ধারিত তারিখের ২২ দিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল।
সোমবার দুপুর দেড়টার দিকে বরিশাল নগরীর কালুশাহ সড়কে অবস্থিত তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। তিনি এ সময় বলেন, অদৃশ্য শক্তির কারণে গত জুন থেকে তিনি কোনো অর্থনৈতিক কাজ করতে পারছেন না।
সম্প্রতি কর্পোরেশনের প্রধান নির্বাহী পদোন্নতি পেয়ে বদলি হয়ে গেছেন। এরপর সচিব পদাধিকার বলে দায়িত্বে আছেন। কিন্তু তার স্বাক্ষরে কোনো অর্থ ছাড় হচ্ছে না। এ অবস্থায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এ জন্য তিনি জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আগামী ৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগ করবেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০১, ২০১৮)