দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা কোনো সংঘাতে যাবো না। কোনো কাউন্টার মিটিংও করবো না। পাল্টাপাল্টি কোনো সমাবেশও করবো না। কোনো প্রকার দখলের মধ্যে আমরা নেই।

সোমবার বিকেলে রাজধানীর শান্তিনগর মোড়ে দলীয় গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কেউ রাস্তা দখল করতে পারবে না। রাস্তার মালিক দেশের জনগণ। এই রাস্তা কাউকে দখল করতে দেওয়া হবে না। সে হোক সরকারি দল আর বিরোধী দল।

বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘ঢাকা অচল, বাংলাদেশ অচল এ ধরনের কথা বলবেন না।’

আন্দোলনে ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন, বিএনপি নেতারা ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে এ ধরনের বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন।

‘‘আমি বলে রাখতে চাই, আপনারা যদি ঢাকা অচল করতে আসেন বাংলাদেশের জনগণ বিএনপিকে অচল করে দেবে। তাই অচলের হুমকি দিবেন না।’’

জনগণ না চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের মালিক জনগণ। সরকার কে থাকবে না থাকবে নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণই সেটা ঠিক করবে। কিন্তু রাস্তা দখল করতে আসলে জনগণ তার সমুচিত জবাব দেবে।

এ সময় তার বক্তব্যে দলীয় শৃঙ্খলার বিষয়টিও উঠে আসে।

তিনি বলেন, দল করতে হলে শৃঙ্খলা মানতে হবে। আবার আশে পাশে অনেক প্রার্থী দেখতে পাচ্ছি। দলে প্রতিযোগিতা থাকবেই। সেই প্রতিযোগিতা হতে হবে সুষ্ঠু প্রতিযোগিতা। কারও বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো যাবে না।

সারাদেশে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনিটরিং টিম কাজ করছে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করে দেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, মশারির মধ্যে মশারি টাঙাবেন না, ঘরের মধ্যে ঘর তুলবেন না। আমাদের অনেক নেতা আছেন, চায়ের দোকানে বসে বিএনপি-জামায়াতের সমালোচনা করার পরিবর্তে নিজের দলের সমালোচনা করেন। এরা দলের বন্ধু নয় শত্রু।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ০১,২০১৮)