দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারের লেনদেন মঙ্গলবার (০২ অক্টোবর) কিছুটা উত্থানে শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

এদিন শেয়ার দর সর্বোচ্চ কমেছে রিপাবলিক ইন্স্যুরেন্সের।। এ নিয়ে টানা দ্বিতীয় দিন শেয়ার দর সর্বোচ্চ পতনে রিপাবলিক ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৮.৪০ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর কমে দাঁড়িয়েছে ৩৪.৮০ টাকায়। অর্থাৎ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ৯.৩৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সের ৮.৭৫ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৮.২৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭.৬১ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬.৫৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৬.৫৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৬.১১ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৮৪ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৬৯ শতাংশ এবং ফনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৫৯ শতাংশ কমেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০২, ২০১৮)