গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় ইউনিক ডিজাইন আর্ট লিমিটেড নামক একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।
বুধবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কারখানার ফ্লোর ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বোর্ডবাজার এলাকায় ইউনিক ডিজাইন আর্ট লিমিটেড কারখানার ৬ তলা ভবনের নীচ তলায় ওয়াশিং সেকশনে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৩, ২০১৮)