সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার গোলাম মোস্তফা ওরফে বোমা মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে। তিনি পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানান, সকালে ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা হাঁটার জন্য বাড়ি থেকে বের হন। পথে রানিগ্রাম বাজারের কাছে আসলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ সাংবাদিকদের জানান, সকালে রানীগ্রাম বাজারে একটি দোকানের সামনে বসেছিলেন গোলাম মোস্তফা। এ সময় কয়েকজন যুবক এসে পেছন থেকে তাকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৩, ২০১৮)