দ্য রিপোর্ট প্রতিবেদক : সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে করা ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার মামলার নথি দুর্নীতি দমন কমিশনে পৌঁছেছে।

বুধবার (৩ অক্টোবর) সকালে এ নথি দুদকে পৌঁছলে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেন, এটি দুদক আইনে পড়বে কিনা, তা বিচার বিশ্লেষণ করে দেখা হবে। এ নিয়ে তদন্ত করা হবে। একজন তদন্তকারী নিয়োগ দেয়া হবে।

এর আগে নাজমুল হুদা তার মামলায় সিনহার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ দাবি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন। ২৭ সেপ্টেম্বর নিজে শাহবাগ থানায় হাজির হয়ে মামলাটি করলেও তা সোমবার প্রকাশ পায়।

শাহবাগ থানার ওসি আবুল হাসান মামলার সত্যতা স্বীকার করেছেন। তিনি যুগান্তরকে বলেন, মামলাটি দুদক আইন ও তফসিলভুক্ত হওয়ায় তা দুদকে পাঠিয়ে দেয়া হয়েছে।

তবে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন- মামলার কপি পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, মামলার কপি থানা থেকে ঢাকার সিএমএম আদালতেও পাঠানো হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ৪ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৩, ২০১৮)