দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ গ্রহণে বিশ্ব নেতাদের সঙ্গে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে কোন কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান মন্ত্রী বলেন, বিশ্ব নেতাদের আমি বলে এসেছি, জনগণ আমাদের ভোট দিলে আসব না চাইলে নাই। যাদের সঙ্গে আমার দেখা হয়েছে সকলেই আমাকে শুভ কামনা জানিয়েছে। তারা চায় যেন আবারও যেন তাদের সঙ্গে আমার দেখা হয়। আমি নিজে থেকে নির্বাচন নিয়ে কারও সঙ্গে তেমন একটা কথা বলিনি। তিনি বলেন, আওয়ামী লীগ কারো মুখাপেক্ষী হয়ে রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে জানাতে বুধবার বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার সরকারকে সমর্থন না দিতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানান। এছাড়া ভারতে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকালেও তিনি এ বিষয়ে কথা বলেছিলেন বলে উল্লেখ করেন। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আমরা কারো মুখাপেক্ষী হয়ে তো রাজনীতি করি না। ভারতে গিয়ে তিনি নাকি অনুরোধ করেছেন আমাকে সমর্থন না দিতে। আমার শক্তি হচ্ছে আমার জনগণ। জনগণ আমাকে চায় কি-না সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।'

তিনি বলেন, 'কারো সমর্থন নিয়ে আমাকে ক্ষমতায় থাকতে হবে কি-না— এমন প্রশ্ন যদি করেন তাহলে বলবো, আমার ক্ষমতায় না থাকাই ভালো।'

শেখ হাসিনা বলেন, 'বাংলাদেশে প্রথম আমরাই একজন মাইনরিটি থেকে বানিয়েছিলাম প্রধান বিচারপতি। তিনি সেই পদটি ধরে রাখতে পারেননি। আমাদের কিন্তু কিছু করার ছিল না। আপিল বিভাগের কয়েকজন বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। তারাই কিন্তু তার নামে অভিযোগগুলো করেন। তারা নাকি ওনার সঙ্গে একসাথে বেঞ্চে বসবেন না। আমরা কিন্তু কিছুই করিনি।'

তিনি বলেন, 'উনি বই লিখেছেন। ভালো কথা। সেই বই আপনারা পড়েন, তাতে তো কোনো সমস্যা নাই। উনি কোথায় গিয়ে কাকে কী বললেন তাতেও কোনো সমস্যা নাই। তাই উনি ওখানে গিয়ে যার সঙ্গেই দেখা করুক না কেন তাতে আমার কিছু যায় আসে না।'

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে তার যোগদান বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ০৩,২০১৮)