স্বর্ণ আত্মসাত : ৩ পুলিশের ৫ বছর কারাদণ্ড
দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্ষমতা অপব্যবহার করে প্রায় সাড়ে সাত কোটি টাকার (১৭.৪ কেজি) স্বর্ণ আত্মসাতের মামলায় রামপুরা থানার সাবেক উপরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে ৫ বছর ও এক সোর্সকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণ করেন।
দুদকের পরিদর্শক আসিকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রামপুরা থানার সাবেক এসআই মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল মো. আকাশ চৌধুরী ও কনস্টেবল ওয়াহিদুল ইসলাম। তাদেরকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মাহফুজ আলম রনি নামে এক সোর্সকে ৩ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৪, ২০১৮)