দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারের লেনদেন বৃহস্পতিবার (০৪ অক্টোবর) পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাত বদল হওয়া ৪৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এসকে ট্রিমসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৭.৭০ টাকায়। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৬.১০ টাকায়। অর্থাৎ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ৪.২৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটের লুজার তালিকায় উঠে আসা অন্য কেম্পানিগুলোর মধ্যে সিমটেক্সের ৪.১৯ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৪.০৪ শতাংশ, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩.৯৫ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রোভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ৩.৫৭ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩.৫৬ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালসের ৩.৫৩ শতাংশ, যমুনা ব্যাংকের ৩.৪১ শতাংশ এবং পেনিনসুলার শেয়ার দর ৩.৩১ শতাংশ কমেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০৪, ২০১৮)