দ্য রিপোর্ট প্রতিবেদক: এমবিবিএস ভর্তি পরীক্ষার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের অনুরোধে শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা।

বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া শাহবাগে গিয়ে শুক্রবারে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা থাকায় ব্যস্ত এই মোড় থেকে সরে গিয়ে কর্মসূচি পালনের অনুরোধ করেন তাদের। পরে আন্দোলনকারীদের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতারা জনভোগান্তির কথা বিবেচনা করে শুক্রবার বেলা ৩টা পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেন।

সরকারি চাকরির সব শ্রেণিতে ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে বুধবার রাত ৮টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এতে শাহবাগ মোড় ও এর আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০৫, ২০১৮)