শুভ জন্মদিন মাশরাফি বিন মর্তুজা
দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস-খ্যাত মাশরাফি বিন মর্তুজার শুভ জন্মদিন ৫ অক্টোবর।
এই দিনেই তিনি মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে এসেছিলেন। বছর গড়িয়ে বছর আসে। এভাবেই জীবন থেকে চলে গেছে ৩৫টি বছর। অধিনায়ক ৩৬ বছরে পা দিয়েছেন। মাশরাফির জন্ম ১৯৮৩ সালের ৫ অক্টোবর সবুজ শ্যামল নড়াইল শহরের মহিষখোলায়। তার বাবার নাম গোলাম মুর্তজা স্বপন। মায়ের নাম হামিদা বেগম বলাকা। দুই ভাইয়ের মধ্যে মাশরাফি বড়। ছোট ভাই সিজার মাহমুদও ক্রিকেট নিয়েই সময় কাটান।
মাশরাফি নামে পরিচিত নড়াইলের সেই দুরন্ত কিশোরটি ছোটবেলা থেকে কৌশিক নামেই এলাকার সবার কাছে পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি অদ্ভুত এক ভালোবাসা কাজ করতো। এমনও অনেক দিন গেছে যে নাওয়া-খাওয়া ভুলে সারাদিন খেলার মাঠেই পড়ে ছিলেন দুরন্ত সেই কিশোর। এ জন্য অবশ্য বাবা মায়ের কাছ থেকে শাস্তিও কম পেতে হয়নি তাকে। তবে বাবা মায়ের শাসনের পাশাপাশি প্রিয় মামার সাহায্যই পেয়েছিলেন সব সময়। তাই তো ক্রিকেটটাকে এক মুহূর্তের জন্যও দূরে ঠেলে দিতে হয়নি তাকে।
৫ অক্টোবর, ১৯৮৩। ঘড়ির কাটা পেরিয়েছে সকাল ৮টা। আরো নির্দিষ্ট করে বললে হয়তো সকাল ৮টা ৩০ হবে। নড়াইলের চিত্রা পাড়ের গোলাম মুর্তজা ও হামিদা রহমানের ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান কৌশিক। এই হলো তাকে আদর করে ডাকার নাম। সময়ের সাথে মাশরাফি বিন মর্তুজা নামে ক্রিকেটবিশ্বে যার সরব উপস্থিতি। বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন। সম্ভবত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় শুধু নয়, মানুষও। ৩৫ পেরিয়ে ৩৬ এ পা। তিন বছর আগে এই দিনই পৃথিবীতে এসেছে মাশরাফির দ্বিতীয় সন্তান সাহেল মর্তুজা। ক্যাপ্টেন ও তার ছেলের জন্য জন্মদিনের শুভেচ্ছা।
বাংলাদেশের ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দেওয়ার পেছনের কারিগর যেন এই মাশরাফি। তাই তো পেয়েছেন কোটি কোটি মানুষের ভালোবাসাও। শত বছর বেঁচে থাকুক মাশরাফি। হাজারো তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা হয়ে। হাজারো ক্রিকেট ভক্তের ভালোবাসা নিয়ে।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০৫, ২০১৮)