মানিকগঞ্জ প্রতিনিধি: পদ্মায় নাব্য সংঙ্কটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে গেল কয়েক সপ্তাহ ধরে ফেরি চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের কাছে ড্রেজিংয়ের কারণে ছয়টি ঘাটের মধ্য দুই নম্বর ঘাট বন্ধ রয়েছে।

বাকি সচল ঘাটগুলোর পন্টুন বহরে থাকা ফেরিগুলো একসঙ্গে ভিড়তে পারছে না। এ কারণে উভয় ঘাটে আট শতাধিক পণ্যবাহী ট্রাকসহ নয় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি কার্যালয় সূত্র জানায়, ঘাটগুলোর কাছে নাব্য সঙ্কট থাকার কারণে নির্দিষ্ট চ্যানেল দিয়ে একের বেশি ফেরি পন্টুনে ভিড়তে পারছে না। এছাড়া শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্য সঙ্কটের কারণে ফেরি সীমিত আকারে চলায় এই নৌরুটে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে হচ্ছে।

বহরে থাকা ছোট-বড় ১৯টি ফেরির মধ্য ১৭টি ফেরি চলাচল করছে। বাকি দুইটি ফেরি পাটুরিয়া ঘাটের মধুমতি ভাসমান কারখানায় মেরামতে রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০৫, ২০১৮)