মাদারীপুর প্রতিনিধি : তুচ্ছ ঘটনা নিয়ে মাদারীপুর শহরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। এসময় ১২টি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) ভোরে শহরের হরিকুমারিয়া ও বাগেরপার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে মাদারীপুর স্টেডিয়ামসংলগ্ন মেলার মাঠে হাতাহাতির ঘটনার জের ধরে রাত ৮টার দিকে আওয়ামী লীগের একটি পক্ষ বাগেরপার এলাকার দেলোয়ার তালুকদারসহ ছয়জনকে মারধোর করে। এ ঘটনার জের ধরে শনিবার ভোরে দেলোয়ার তালুকদারের গ্রুপ অতর্কিতে পুরানো বাসস্ট্যান্ড এলাকায় হামলা চালায়। এসময় হামলাকারীরা ১০-১২টি দোকানে ভাংচুর ও লুটপাট করে।

হামলাকারীরা আলমগীরস্টোর নামের একটি দোকানের ৩টি ফ্রিজ ভাংচুরসহ ব্যাপক লুটপাট করে। এছাড়াও এলাকার আরও বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাংচুর করে।

খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলাকারীদের ইটের আঘাতে আট পুলিশসহ ১৫ জন সামান্য আহত হয়।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় ৮ পুলিশ আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৬, ২০১৮)