উত্তরায় সিলিন্ডার বিস্ফোরণে ২ চীনা নাগরিক দগ্ধ
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন বিদেশি নাগরিক দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ অক্টোবর) রাতে ১২ নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে। আহতরা চীনের নাগরিক। এরা হলেন-জিও (৩৭) ও জুলি (৩৫)।
দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এখন তারা সেখানেই চিকিৎসাধীন।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, জিও ও জুলি উত্তরার ১২ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি ভবনের ষষ্ঠ তলায় থাকতেন। রাতে বাসায় ছোট গ্যাস সিলিন্ডার সংযুক্ত চুলায় চা গরম করছিলেন। এমন সময়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তারা দগ্ধ হন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, শনিবার রাত ১২ টার দিকে দুই চীনা নাগরিককে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জুলির শরীরের ২৩ শতাংশ এবং জিওর শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। এখন তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৭, ২০১৮)