বাহরাইনে সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধস, আহত ২০
দ্য রিপোর্ট ডেস্ক : বাহরাইনের রাজধানী মানামার পাশের সালমানিয়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ভবন ধসে পড়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) এই ঘটনায় ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
ভবনটিতে বিদেশি শ্রমিক থাকতো বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট বার্তায় জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ধসে পড়েছে ভবনটি।
মধ্যপ্রাচ্যের ছোট দেশ বাহরাইনে এক লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করে থাকে। ধসে পড়া ভবনটিতে কোনও বাংলাদেশি নাগরিকেরা ছিলেন কিনা তা এখনও জানা যায়নি।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, সালমানিয়া এলাকার একটি পুরনো ভবন ধসে পড়েছে। দ্বিতল ওই ভবনটিতে বিদেশি শ্রমিকেরা বসবাস করতো বলে সংবাদমাধ্যমের খবরে জানানো হয়। পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটারে জানায়, ভবনটির দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ধসে পড়েছে ভবনটি।
আহতের অবস্থা সম্পর্কে বিস্তারিত না জানানো হলেও বাহরাইনের পুলিশ বলছে, তাদের কারও কারও অবস্থা গুরুতর আবার কেউ কেউ মাঝারি ধরণের আহত হয়েছেন। ভবন ধসের পর ৬০ জন উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন বলেও জানায় তারা।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১০, ২০১৮)