ডোমারে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ভাটিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মোড় গুচ্ছগ্রামের রুবেল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তার মেয়ে রুবিনা আক্তার (৫)।
ডোমার থানার ওসি মোকছেদ আলী ব্যাপারী জানান, নাজমা তার মেয়েকে নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি মালবাহী ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে রাস্তায় পড়ে গেলে ওই ট্রাক তাদের চাপা দেয়। পরে ঘটনাস্থলেই নিহত হন মা-মেয়ে। এছাড়া ভ্যানচালক হিমানুর (৫৫) আহত হন। তিনি নাজমার বাবা। হিমানুরকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, এলাকাবাসী ট্রাকসহ চালক মো. ইসলামকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১১, ২০১৮)