ফরিদুর রেজাসহ ৬ আরোহী নিয়ে আছড়ে পড়লো হেলিকপ্টার
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লালবাগ এলাকায় চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগরসহ ছয় আরোহীকে নিয়ে ইমপ্রেস এভিয়েশনের হেলিকপ্টার আছড়ে পড়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সুস্থ আছেন বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
ফরিদুর রেজা সাগর ছাড়া হেলিকপ্টারে আরও ছিলেন, স্বর্ণকিশোরী নেটওয়ার্কের পরিচালক ফারজানা ব্রাউনিয়াসহ আরও পাঁচজন।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘দুপুর ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে স্বর্ণকিশোরীদের মাঝে সাইকেল বিতরণ জন্য যান চ্যানেল আইয়ের ইমপ্রেস টিম। বেলা সোয়া তিনটার দিকে উপজেলার লালবাগ হেলিপ্যাড থেকে ঢাকায় ফেরার সময় স্থানীয় গফুর মণ্ডলের বাসার সামনে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। এতে ছয়জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টারটি হেলিপ্যাড থেকে উড়ে ১৫-২০ গজ যাওয়ার পর পরই একটি শব্দ শুনতে পান তারা। এর পরপরই হেলিকপ্টারটি ওই স্থানে আছড়ে পড়ে।
এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসসহ পুলিশ ও বিমান বাহিনীর কর্মীরা অবস্থান করছেন। তারা হেলিকপ্টারটি পাহারা দেওয়ার পাশাপাশি এটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করছেন।
সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, হেলিকপ্টারটির রেজিস্ট্রেশন নম্বর এস-২ এএইচডাব্লিউ (S-2 AHW)। এর নাম ইউরোকপ্টার ইসি-১৩০ (Eurocopter EC-130)। ইমপ্রেস এভিয়েশন লিমিটেডের হেলিকপ্টার থাকলেও পরিচালনার নিজস্ব কোনও লাইসেন্স নেই। এটিএল নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে হেলিকপ্টারটির ফ্লাইট পরিচালিত হয়।
(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১১, ২০১৮)