বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বরিশাল প্রতিনিধি: জেলার গৌরনদী উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাইচখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে লিটন রাঢ়ী (৪২) নামে একজনের নাম জানা গেছে। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, মাওয়া থেকে যাত্রী নিয়ে বিএমএফ পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাইচখোলা নামক স্থানে বাসটি পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুই বাসযাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ১০ যাত্রী। তাদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ১১, ২০১৮-)