শেয়ারবাজারে ৭৫% বিনিয়োগ শর্তে আইসিবির বন্ড অনুমোদন
দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে ৭৫ শতাংশ বিনিয়োগের শর্তে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ২ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের ৬৬০তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আইসিবি ২ হাজার কোটি টাকার নন-কনভার্টঅ্যাবল ফিক্সড রেট সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। যা বিদ্যমান করপোরেট শেয়ারহোল্ডারের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানসমূহের নিকট ইস্যু করা হবে।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ১১, ২০১৮)