বগুড়ায় ২ বাসের সংঘর্ষে চালক নিহত
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অভি আলম আকাশ (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।
শনিবার (১৩ অক্টোবর) ভোররাত ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুরের হাজিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল নন্দী জানান, এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। শনিবার ভোররাত ৪টার দিকে ওই এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী মা-মনিকা পরিবহনের বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এনা পরিবহনের বাসটি উল্টে গিয়ে এর চালক অভি আলম আকাশ মারা যান। এতে আহত হন দুটি বাসের অন্তত ১৫ যাত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে অন্তত আধাঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।
দুর্ঘটনা কবলিত দুটি বাস জব্দ করা হয়েছে। শেরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
কুন্দারহাট ফাঁড়ির ওসি হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৩, ২০১৮)