যশোর প্রতিনিধি : যশোরে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ে তাইজুল (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৩ অক্টোবর) ভোরে যশোর শহরের বেগম মিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাইজুল শহরের খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান সাংবাদিকদের জানান, ভোরে দুইদল সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে ঘটনাস্থল থেকে সন্ত্রাসী তাইজুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। নিহত তাইজুলের বিরুদ্ধে ৬-৭টি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৩, ২০১৮)