সাকিব দেশে ফিরছেন আজ
দ্য রিপোর্ট ডেস্ক : সাকিব আল হাসান মেলবোর্নের হাসপাতাল ছেড়েছেন শুক্রবার (১২ অক্টোবর)। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোববার (১৪ অক্টোবর) দুপুরে তার অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার কথা রয়েছে। আঙুলের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ৫ অক্টোবর অস্ট্রেলিয়া যান এই অলরাউন্ডার। একদিন পর মেলবোর্নের চিকিৎসক গ্রেগ হয়কে আঙুলের সংক্রমণ দেখান তিনি। গত মঙ্গলবার তার রিপোর্ট দেখার পর চিকিৎসকরা সুখবর দেন। আপাতত অস্ত্রোপচার করা লাগবে না। তিন মাস পর ব্যাট হাতে নিতে পারবেন সাকিব। কিন্তু এরপরও যদি ব্যথা থাকে তাহলে তাকে অবশ্যই অস্ত্রোপচার করাতে হবে। তবে সেটা ছয় মাসের আগে নয়।
শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই মাঠে ফিরব এবং সম্মানের সঙ্গে প্রাণপ্রিয় দেশের প্রতিনিধিত্ব করব। আমার পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা রইল।’
জানুয়ারিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন সাকিব। পরে চোট কাটিয়ে খেলছিলেন তিনি। তবে এশিয়া কাপের সময় তার আঙুলে সংক্রমণ ধরা পড়ে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৪, ২০১৮)