দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকের অনুমোদিত মূলধন বাড়ানো হবে। এক্ষেত্রে কোম্পানিটির অনুমোদিত মূলধন দ্বিগুণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বর্তমান অনুমোদিত মূলধন রয়েছে ৫০ কোটি টাকা। যা আরো ৫০ কোটি টাকা বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হবে।

কোম্পানির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, খুব শিগগির কোম্পানিটির অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়টি পরিচালনা পর্ষদের উপস্থাপন করা হবে। যা শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়ার পর চূড়ান্ত করা হবে।

এদিকে মুন্নু সিরামিকে বিদেশী বিনিয়োগকারীরা কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৪, ২০১৮)