মিরপুরে সোমবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
দ্য রিপোর্ট প্রতিবেদক: মেট্রোরেলের কাজের জন্য সোমবার মিরপুর ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপক (জনসংযোগ) গোলাম মোস্তাফা এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনপাড়া ও কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের অ্যালাইনমেন্টে বিদ্যমান গ্যাস পাইপলাইনে প্রান্ত ক্যাপ স্থাপন কাজ করা হবে। এজন্য সোমবার সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা মিরপুর ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এলাকাগুলো হচ্ছে- মিরপুর, কল্যাণপুর, দক্ষিণ পাইকপাড়া, মধ্য পাইকপাড়া, আহম্মদনগর, বশির উদ্দিন রোড, আনসার ক্যাম্প, মনিপুর, পীরেরবাগ, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, ইব্রাহীমপুর, কাফরুল, মিরপুর-১৩, ১৪, ভাষানটেক ও এর আশেপাশের এলাকা।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ১৪, ২০১৮)