দিরিপোর্ট২৪ ডেস্ক : শচিনের জন্যেই উৎসবের আমেজে প্রস্তুত হয়েছিল ইডেন। কিন্তু আম্পায়ারের ভুলে শচিনদর্শন হলো না হাজার হাজার ক্রিকেটপূজারির। দুই দিন হাতে রেখেই ভারত জয়ের রেকর্ডবুকে আরেকটি পালক যুক্ত করেছে। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ এক ইনিংস ও ৫১ রানে পরাজিত। ফলে দারুণ জয়েও ইডেনে হতাশার অমানিশা। তবে ইডেনবাসীর কষ্টের ম্যাচে ব্যাটার রোহিত আর বোলার সামি উজ্জ্বল হয়ে থাকবেন।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে শচিন আউট- মাত্র ১০ রানে ফিরে যেতে হয়েছে ক্রিকেটের ওই আরাধ্য ব্যক্তিকে। তার বাজে আউটের সিদ্ধান্তে ইডেন গার্ডেনে নেমে এসেছিল শ্মশানের নিরবতা। তারপরও আশায় বুক বেধেছিলেন দ্বিতীয় ইনিংসে শচিন প্রত্যাশা পূরণ করবেন। কিন্তু দ্বিতীয় ইনিংস শুরুর আগেই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ভক্তদের বুকে কষ্টের সমুদ্দর। তবে খালিমুখে বিদায় নেননি ক্রিকেটের রাজপুত্র। তাকে রাজমুকুট পরিয়েই সম্মাননা জানিয়েছে ইডেন।

ম্যাচের ঘটনাপ্রবাহ এমন; ওয়েস্ট ইন্ডিজকে ২৩৪ রানে ধসিয়ে দেয়া ভারত প্রথম ইনিংস শেষ করেছিল ৪৫৩ রানে। যেখানে অভিষেক ম্যাচেই রোহিত শর্মা ১৭৭ রানের অনবদ্য ম্যাচ খেলেন। সঙ্গী রবিচন্দ্র আশ্বিনও ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির মুখ দেখেন। ১৭-তম ম্যাচে নামার আগে তার সেঞ্চুরিটি ১০৩ রানের। ওই ম্যাচেও প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার শেষে ভারত তুলেছিল ৩৪৫/৬। রোহিত ১২৭ ও আশ্বিন ৯২ রানে অপরাজিত ছিলেন। শনিবার ব্যাটিংয়ের নেমে তারা দ্রুত রান তুলেছে। ভারতের ইনিংস শেষ হয়েছে ৪৫৩ রানে। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। ৩৩ রানে হিটার গেইল ফিরে যাওয়ার পর পত্রপাট বিদায়ের মিছিলে একে একে যোগ দিয়েছেন অন্য সবাই। যেখানে তাণ্ডবের অভিযাত্রায় নেতৃত্ব দিয়েছেন নবাগত সামি। এখানেও তাকে দারুণভাবে প্রাণিত করেছেন আশ্বিন; নিয়েছেন ৩ উইকেট। অবশ্য দ্বিতীয় পতন ঘটানোর পথিকৃৎ বিনয় কুমার। মাত্র ৫৮ রানে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছেন শেষ ৭ উইকেট।

রোহিতের মতো অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মোহাম্মদ সামি। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া সামির দ্বিতীয় ইনিংসে ৫; সব মিলিয়ে ৯ উইকেট। এভাবে ক্যারিয়ার শুরুটা তার জন্য আলোর বাতিঘর হয়েই থাকবে। ম্যাচ শেষে অধিনায়ক ধোনি রোহিতের পাশাপাশি সামিকে বাহবা দিতে এটুকুও ভুল করেননি।

এমন জয়েও মন ভরেনি ইডেনের ক্রিকেটপ্রেমীদের। বরং হতাশায় ম্রিয়মান হয়েছেন তারা। কারণ শচিনকে দেখা হলো না! যাকে উপলক্ষ করে ইডেনকে নবরূপে সাজানো হয়েছিল; তার প্রতিকৃতি স্থাপন করা হয়েছিল; সেই-ই যখন আম্পায়ারে শিকার! তখন মন আকাশের মেঘে ভারি হওয়াটাই স্বাভাবিক। বহু রেকর্ড গড়া শচিনকে আর ব্যাট হাতে ইডেনবাসী দেখতে পাবে না। সঙ্গে বহু কষ্টে জোগাড় করা ৫ দিনের টিকিটের ২ দিন অব্যহৃতই থেকে যাওয়ার দুঃখও থাকছে।

পরের টেস্ট শচিনের জন্মভূমি মুম্বাই। ওই ম্যাচ খেলেই শচিন ক্রিকেট ক্যারিয়ার শেষ করবেন। তার ২০০তম ম্যাচও এটি। ম্যাচটি শুরু হবে ১৪ নভেম্বর। মুম্বাইও প্রস্তুত তার গৌরবময় বীর সন্তানকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে। বিদায় জানানোর অপেক্ষায় ক্রিকটপ্রেমীরাও।

ওয়েস্ট ইন্ডিজ : ২৩৪ ও ১৬৮

ভারত : ৪৫৩

ফল : ভারত ইনিংস ও ৫১ রানে জয়ী।

(দিরিপোর্ট২৪/এএস/ এমডি/ ০৮ নভেম্বর, ২০১৩)