যবিপ্রবি প্রতিনিধি : শারদীয় দুর্গাৎসব উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সোমবার (১৫ অক্টোবর) থেকে রোববার (২১ অক্টোবর) পর্যন্ত সাতদিনের ছুটি শুরু হয়েছে।

সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি কমিটি ও উপকমিটির সংশ্লিষ্টদের ক্ষেত্রে এ ছুটি কার্যকর হবে না।

উল্লেখ্য, যবিপ্রবিতে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী গত শনিবার (১৩ অক্টোবর) থেকে একযোগে শুরু হয়েছে ২২ বিভাগের সেমিস্টার পরীক্ষা। পূজার ছুটি চলাকালীন সময়ে পরীক্ষা শুরু হওয়াতে কিছুটা বিপাকে পড়েছেন সনাতন ধর্মের শিক্ষার্থীরা। আগামী ২২ অক্টোবর থেকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।

শিক্ষার্থীরা ইতিমধ্যে পূজার ছুটি উপভোগ করতে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল ত্যাগ করতে শুরু করেছেন। তবে ছুটি শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলাই থাকছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৫, ২০১৮)